ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দেবিদ্বারে ১৩ ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

স্টাফ ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
দেবিদ্বারে ১৩ ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নে ৭৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬০৯ জন প্রার্থী তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সাতটি দপ্তরে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।



দিন শেষে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ ৭৫ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা পড়ে।

এছাড়া ১৩টি ইউনিয়নের ৩৯টি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ১০৭টি এবং ১১৭টি সাধারণ ওয়ার্ড মেম্বর পদের বিপরীতে ৪২৭টি মনোনয়নপত্র জমা দেয় প্রার্থীরা।

১৩টি ইউনিয়নের সবক’টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টিতে বিএনপি মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেও বড়শালঘর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি।

এছাড়া ১৩টি ইউনিয়নের মধ্যে একমাত্র ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে এক নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।

১৩ ইউনিয়নের ৭৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সুলতানপুর ইউনিয়নে সাতজন, ধামতি ইউনিয়নে চারজন, ফতেহাবাদ ইউনিয়নে সাতজন, রাজামেহার ইউনিয়নে চারজন, ভানী ইউনিয়নে ছয়জন, সুবিল ইউনিয়নে সাতজন, রসুলপুর ইউনিয়নে ১০ জন, বরকামতা ইউনিয়নে তিনজন, মোহনপুর ইউনিয়ন ছয়জন, বড়শালঘর ইউনিয়নে দুইজন, ইউসুফপুর ইউনিয়নে সাতজন, এলাহাবাদ ইউনিয়নে চারজন, জাফরগঞ্জ ইউনিয়নে আটজন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।