ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহেশখালিতে ৫৭৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
মহেশখালিতে ৫৭৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কক্সবাজার: মহেশখালি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৫৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা নেওয়া হয়।

এর মধ্যে মহেশখালি পৌরসভায় ৪০জন ও ৭টি ইউপিতে ৫৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
মহেশখালি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকছুদ মিয়া ও তার সহধর্মিণী ফারজানা আক্তার ও বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সরওয়ার আজম ও তার ভাই হামিদুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী মহিউদ্দিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌরসভার ৩টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
মহেশখালির ৭টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন, সদস্য পদে ৪০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ২৪ ফেব্রুয়ারি। প্রত্যাহা্র ২ মার্চ। পৌরসভা নির্বাচন ২০ মার্চ ও ইউপি নির্বাচন ২২ মার্চ।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬

টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।