ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।


 
গঠনতন্ত্রে ২৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির কথা উল্লেখ থাকলেও এবার কমিটির আকার বৃদ্ধির প্রসঙ্গে সাইফুর রহমান সোহাগ বলেন, ত্যাগী ও পরিশ্রমী সদস্যদের জায়গা করে দিতেই কমিটি বর্ধিত করা হয়েছে।

খুব দ্রুত বর্ধিত সভা করে গঠনতন্ত্র সংশোধন করা হবে বলেও জানান তিনি।
 
কেন্দ্রীয় সম্মেলনের প্রায় ৭ মাস পর সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। গত বছরের ২৬-২৭ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ‘সুপারফাইভ’ কমিটি করা হয়।

সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে ২৭ জুলাই রাতে সহ-সভাপতি হিসেবে আজিজুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান নাদিম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোবারক হোসাইনের নাম ঘোষণা করা হয়েছিলো।
 
আজ (সোমবার) ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন- এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, মেহেদী হাসান রনি, আনোয়ার হোসেন আনু, আরেফিন সিদ্দিক সুজনসহ ৬১ জন।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে- রেজাউল ইসলাম রেজা, দিদার মো. নিজামুল ইসলাম, সায়েম খানসহ ১১ জনকে।
 
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে- বি এম এহতেশাম, আশিকুল পাঠান সেতু, দারুস সালাম শাকিলসহ ১১ জনকে।
 
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২২, ২০১৫/আপডেট: ২১৫৫ ঘণ্টা
এসএ/এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।