ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ফুলগাজী-পরশুরামে আ'লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ফুলগাজী-পরশুরামে আ'লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

ফেনী: ফেনী জেলার পরশুরামের তিনটি ও ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌর মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের জেলা সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য  নিজাম  উদ্দিন হাজারী ৷

ফুলগাজীতে মনোনীত প্রার্থীরা হলেন- সদর ইউনিয়নে উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি নুরুল ইসলাম, আনন্দপুর ইউনিয়নে উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক হারুন মজুমদার, মুন্সীরহাটে উপজেলা যুবলীগের সহ -সভাপতি সালাউদ্দিন ঝন্টু, দরবারপুরে জেলা আ.লীগের সদস্য নিজাম উদ্দিন মজুমদার।



আর আমজাদহাট ইউনিয়নে আ'লীগের সভাপতি মীর হোসেন মিরু, জিএমহাট ইউনিয়নে উপজেলা আ.লীগের সদস্য মজিবুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে পরশুরামের মির্জানগর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।  

সভায় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম পৌরসভার মেয়র ও ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।