ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধুনটে বিস্ফোরক মামলায় বিএনপি কর্মী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ধুনটে বিস্ফোরক মামলায় বিএনপি কর্মী কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের মামলায় আব্দুল কাদের (৩০) নামে বিএনপির এক সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।



আব্দুল কাদের ধুনট উপজেলার দেউড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে এবং গোপালনগর ইউনিয়ন বিএনপির সদস্য।

এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে আব্দুল কাদের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ৬ জানুয়ারি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ধুনট শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে।

এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কাদেরের নামে ধুনট থানা থেকে বগুড়া আদালতে অভিযোগপত্রে (চার্জশিট) দাখিল করা হয়।

বগুড়া আদালত থেকে পাঠানো গ্রেফতারি পরোয়ানামূলে আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।