ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

৭০টিতে প্রার্থী দেয়নি বিএনপি, ২৫টিতে আ’লীগের প্রতিদ্বন্দ্বী নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
৭০টিতে প্রার্থী দেয়নি বিএনপি, ২৫টিতে আ’লীগের প্রতিদ্বন্দ্বী নেই

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ৭০টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী দেয়নি বিএনপি। এদিকে ২৫টি ইউপিতে আ’লীগের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।


 
আগামী ২২ মার্চ দেশের ৭৩৮ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ ফেব্রুয়ারি) ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
 
মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় শেষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসি’র জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, প্রথম ধাপের নির্বাচনে মোট ৩৯ হাজার ৪৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
চেয়ারম্যান পদে মোট ১৬টি দল ৩ হাজার ৫৬৮ জন প্রার্থী দিয়েছে। এছাড়া সাধারণ সদস্য পদে ২৭ হাজার ৯৪৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ হাজার ৯১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ৬৬৮ জন। যেসব দল প্রার্থী দিয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৭৪১ জন, বিএনপির ৬৬৮ জন, জাতীয় পার্টির ১৪৮ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৩০ জন, বিকল্পধারা বাংলাদেশের ৫ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৪ জন, জাতীয় পার্টি-জেপির ২০ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ১ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৪ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৪৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ২ জন ও জাকের পার্টির ১ জন।
 
যেসব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই সেগুলোর মধ্যে রয়েছে- বরগুনা সদর উপজেলার বুড়িচর, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর, বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা, রামপাল উপজেলার মালিকেরবে, চিতলমারী উপজেলার চরবানিয়ারি, বড়বাড়িয়া, হিজলা, সন্তোষপুর, কলাতলা, ফকিরহাট, মুলঘর, মোল্লাহাটের আটজুড়ি, কোদালিয়া, কুলিয়া, উদয়পুর, বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, গোটাপাড়া, যাত্রাপুর, মোড়েলগঞ্জের পঞ্চকরণ, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউপি।
 
এবার মোট ছয় দফায় দেশের নির্বাচন উপযোগী ইউপিগুলোতে ভোটগ্রহণ করবে ইসি। এক্ষেত্রে দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপির ভোট হবে আগামী ৩১ মার্চ। এরপর তৃতীয় দফায় ২৩ এপ্রিল হবে ৭১১টি, চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি, পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।