ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার সম্রাট ইকবাল হোসেন

মুন্সীগঞ্জ: পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুন্সীগঞ্জ জেলার যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নিমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি)  তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি জানান, ২০১৩ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন পূর্ব-সময়ে অবরোধ কর্মসূচিতে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল হোসেন।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।