ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় যুবলীগ নেতার গুলিতে বছির মিয়া (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় শহর যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এলানকে (৪৮) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ শহর যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এলানকে  এটি বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশ। এসময় ওই যুবলীগ নেতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টাও করে।

এলান মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতিরর সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে যুবলীগ নেতার গুলিতে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী বছির মিয়াকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, সকালে শহর যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এলানের সিন্ডিকেটের লোকজনের সঙ্গে জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা করছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে যুবলীগ নেতা এলান তার সঙ্গে থাকা বিদেশি পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে আওয়ামী লীগ কর্মী বছির মিয়া পায়ে গুলিবিদ্ধ হন।

তিনি জানান, ঘটনার পরপরই বিদেশি পিস্তলসহ শহর যুবলীগ নেতা সাইফুল ইসলাম এলানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতেও চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।