ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় অাওয়ামী লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় অাওয়ামী লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ভোটকেন্দ্রে মাদ্রাসা ছাত্রদের অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল-মামুন সরকার। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে পৌরসভা নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।



অাওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবীরের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, আমাদের নেতাকর্মীদের মধ্যেও কেউ যেন দলবদ্ধভাবে কেন্দ্রে-কেন্দ্রে না যায়, সেজন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোটে প্রতিপক্ষ হওয়ার কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রার্থী এ পর্যন্ত কোনো সভা-সমাবেশ করতে পারেনি। তাদের পর্যাপ্ত সমর্থক-ভোটার রয়েছে। তারপরও সমর্থকদের ম্যানেজ করতে না পারাটা তাদের ব্যর্থতা।
 
এ সময় অাওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবীর নির্বাচনে সাংবাদিকদের খোলা মনে সহযোগিতা করার অাহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সদস্য অাল-অামীন শাহীন, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক নুরুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এসআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।