ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নালিতাবাড়ীতে আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
নালিতাবাড়ীতে আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: শেরপুর নালিতাবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারপম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজারে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আমান উল্লাহ বাদশার লোকজন বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম খোকার কয়েক সমর্থককে চায়না মোড়  এলাকায় আটক করে মারধর করেন।

খবর পেয়ে খোরশেদ আলম খোকার কর্মীরা বৈশাখী বাজারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

পরে বৈশাখী বাজারে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ, আনসার সদস্যরা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবউর রহমান ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) খোরশেদ আলম খোকা বাংলানিউজকে জানান, সকালে তার কর্মীদের মারধর ও নির্বাচনী অফিসে হামলা করে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। পরে নিজেদের অপরাধ ঢাকতে নিজেদের  তাদের ভাঙচুর করেছে তারা।
 
তবে আওয়ামী লীগের প্রার্থী আমান উল্লাহ বাদশা অভিযোগ অস্বীকার করে জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।