ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিল

মধ্যরাতের বৃষ্টিতে প্রস্তুতিতে ব্যাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
মধ্যরাতের বৃষ্টিতে প্রস্তুতিতে ব্যাঘাত ছবি: পিয়াস-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বহু আকাঙ্খিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রস্তুতিতে মধ্যরাতের বৃষ্টি বেশ ব্যাঘাত ঘটিয়েছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে কাউন্সিলস্থলে থাকা নেতাকর্মীদের।

উপস্থিত অনেককে এ সময় এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়।

শুক্রবার (১৮ মার্চ) দিনগত মধ্যরাতের হঠাৎ বৃষ্টিতে কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে টানানো প্যান্ডেলের বেশিরভাগ অংশই ভিজেছে।

প্যান্ডেলের ওপর ত্রিপল না থাকায় ভেতরে পানি পড়ছে বলে জানান উপস্থিত কর্মীরা। কাউন্সিল উপলক্ষে শুক্রবার সকাল থেকেই নেতাকর্মীতে মুখর থাকলেও মধ্যরাতে নেতা গোছের কাউকে দেখা যায়নি। শুধু শীর্ষ নেতাদের ছবি ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির সঙ্গে নিজেদের ছবি জুড়ে পোস্টার, ব্যানার টাঙাতে কয়েকজন কর্মীকে দেখা গেছে।

কেবলমাত্র মঞ্চ ও খাবার তৈরির অংশে ত্রিপল থাকায় সেখানে বৃষ্টির পানি পড়েনি। বাকি জায়গায় বৃষ্টির পানি পড়ে কাদা তৈরি হয়েছে। শনিবার (১৯ মার্চ) কাউন্সিলের সময় বেরসিক বৃষ্টি হানা দিলে কাউন্সিলে যোগ দিতে আসা নেতাকর্মীদের বসা কষ্টকর হয়ে দাঁড়াবে বলে মনে করেন প্যান্ডেল প্রস্তুতে থাকা লোকজন।  

এদিকে ইনস্টিটিউশনের সামনে স্থাপন করা বিভিন্ন স্টলও বৃষ্টিতে ভিজে গেছে।

প্রসঙ্গত কাউন্সিলের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিএনপি চেয়ারপারসন হয়েছেন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান।

শনিবার সকালে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন, দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। শেষ হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায়।

তিন বছর মেয়াদ শেষে কাউন্সিল করার কথা থাকলেও সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলটির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রথম কাউন্সিল ১৯৭৮ সালের সেপ্টেম্বরে, দ্বিতীয় ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে, ১৯৮৯ সালের মার্চে হয় তৃতীয় কাউন্সিল এবং ১৯৯৩ সালের সেপ্টেম্বরে হয় চতুর্থ কাউন্সিল।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, মার্চ ১৯,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।