ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা ছবি : দেলোয়ার হোসেন বাদল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা থেকে: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কাউন্সিল গেটে ঢুকতেই লাঞ্ছিত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।

খোয়া গেছে নেতাকর্মীদের মানিব্যাগ-পার্স।

শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে প্রবেশে দেখা দেয় বিশৃঙ্খলা। এতে আহত হয়েছেন পাঁচ থেকে ছয়জন। যার মধ্যে বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন বাদল আহত হয়েছেন, এছাড়া লাঞ্ছিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের নারী সাংবাদিকসহ আরও দুইজন সাংবাদিক।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, কাউন্সিলে আগতদের অনেকের ম্যানিব্যাগ ইতোমধ্যে খোয়া গেছে। যা নিযে ক্ষোভ জানিয়েছেন তৃণমূল বিএনপির কর্মীরা।

এসব বিষয়ে দলটির সিনিয়র নেতারা বলছেন, প্রবেশ পথে অপরিচিত যুবকদের দায়িত্ব দেওয়ায় তারা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেননি। এতে সমস্যার সৃষ্টি হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এসব ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬/আপডেট ০৯৩৬
এমএম/আইএ

** আসতে শুরু করেছেন বিদেশি অতিথিরাও
** কাউন্সিলকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতাকর্মীদের ভিড়
** সকাল ১০টায় শুরু বিএনপির কাউন্সিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।