ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিলে খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বিএনপির কাউন্সিলে খালেদা ছবি : বাদল ও দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে উপস্থিত হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন প্রাঙ্গনে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।



আর কিছুক্ষণের মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খালেদা জিয়া। এরপর নেতাদের নিয়ে কাউন্সিল মঞ্চে আসন গ্রহণ করবেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। কাউন্সিলের ভেন্যুতে উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে স্বাগত জানান তাদের নেত্রীকে।

এদিকে কাউন্সিলে অংশ নিতে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা সকাল থেকে জমায়েত হচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে আসছেন।

তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এবারের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এমএম/বিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।