ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দিনাজপুরে ৫ উপজেলায় ১৫৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
দিনাজপুরে ৫ উপজেলায় ১৫৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

দিনাজপুর: আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের  ৫টি উপজেলার ৩৫টি ইউপির ১৫৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউপির ৮১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৬টি, বিরামপুর উপজেলার ৭টি ইউপির ৬৩টির মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০টি, ফুলবাড়ী উপজেলার ৭টি ইউপির ২১টি ঝুঁকিপূর্ণ, কাহারোল উপজেলার ৬টি ইউপির ৫৪টির মধ্যে ঝুঁকিপূর্ণ ১৬টি ও বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউপির ৫৪টির মধ্যে ঝুঁকিপূর্ণ ২৪টি।



দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, ৩৫টি ইউপির ৩১৮টি কেন্দ্রের মধ্যে ১৫৫টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, দ্বিতীয় দফা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩৫টি ইউপিতে মোট ৭ হাজার ১১১ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদের মধ্যে ১ হাজার ৭০৫ জন পুলিশ, ৬৩৬ জন অস্ত্রধারী আনসার সদস্য রয়েছে। এছাড়া ৪ হাজার ৭৭০ জন লাঠিধারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

নির্বাচনের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ র্যাব ও বিজিবির সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।