ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি ছাত্রদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি ছাত্রদলের

ঢাকা: কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২৫ মার্চ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে তনুর ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।


 
নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির আরেকটি বলি হলো সোহাগী জাহান তনু। গণতন্ত্রহীন এই দেশে আইন-শৃঙ্খলার অবনতি, বিচার ব্যবস্থার একচোখা নীতি- এসব কিছু দেশটাকে সন্ত্রাসী আর গুণ্ডাদের অভয়ারণ্যে পরিণত করেছে।

ছাত্রদল নেতারা অবিলম্বে তনু হত্যার বিচারের দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।