ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবসে ময়মনসিংহে বিএনপির আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
স্বাধীনতা দিবসে ময়মনসিংহে বিএনপির আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় নগর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, বিএনপি নেতা শাহ শিব্বির আহমেদ বুলু ও রতন আকন্দ প্রমুখ।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানায় ওয়াহাব আকন্দের নেতৃত্বাধীন দক্ষিণ জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, মার্চ ২৬, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।