ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে ৬টি ইউপিতে আওয়ামী লীগ ৪, বিএনপি ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ফরিদপুরে ৬টি ইউপিতে আওয়ামী লীগ ৪, বিএনপি ২

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৪টিতে আওয়ামী লীগ ও ২টিতে বিএনপি মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে এ তথ্য জানিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়।

সূত্রটি আরো জানায়, ফরিদপুর উপজেলার ফরিদপুর ইউপিতে সরোয়ার হোসেন, ডেমড়ায় মাহফুজুর রহমান, হাদল ইউনিয়নে সেলিম রেজা ও পুঙ্গুলি ইউপিতে আমিনুর রহমান মুকুল সরকার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বিএলবাড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম ও বনওয়ারীনগর ইউনিয়নে জিয়াউর রহমান বিএনপির মনোনয়ন পেয়ে (প্রতীক: ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।