ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গার চার ইউপিতে আ’লীগ ২, স্বতস্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
চুয়াডাঙ্গার চার ইউপিতে আ’লীগ ২, স্বতস্ত্র ২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ প্রার্থী ও অপর ২টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী-আনারস প্রতীক) ইসলাম উদ্দীন পেয়েছেন ৬ হাজার ৮৬৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট।

মোমিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) গোলাম ফারুক জোয়ার্দ্দার ঘোড়া প্রতীকে ৪ হাজার ২৪১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ প্রার্থী শেফালী খাতুন পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট।

একই উপজেলার কুতুবপুর ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী আলী আহমেদ হাসানুজ্জামান নৌকা প্রতীকে ৭ হাজার ৬৪৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫হাজার ৫৪২ ভোট।

পদ্মবিলা ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী আবু তাহের বিশ্বাস নৌকা প্রতীকে ৫ হাজার ৮১৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিম মল্লিক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৭০ ভোট।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাচন কমিশনার ওয়ালিউল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।