ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সন্ধ্যার পর ভোটকেন্দ্রে সহিংসতায় আতঙ্ক

এম আব্দুলাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
সন্ধ্যার পর ভোটকেন্দ্রে সহিংসতায় আতঙ্ক

ময়মনসিংহ: শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ময়মনসিংহের গৌরীপুরে ১০টি ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যার পর পরই কেন্দ্রের বাইরে সহিংসতার ঘটনা বেড়ে চলেছে।

 

ইতোমধ্যে এখানকার দু’টি ভোটকেন্দ্রে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোঁড়া গুলিতে কমপক্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

তারাকান্দা উপজেলার একটি ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ সিরাজুলের (৩০) অবস্থা সংকটাপন্ন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের করণিক জামাল হোসেন।

গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটের ফলাফলে কারসাজির অভিযোগ উঠেছে। ফলে স্বস্তির ভোট শেষ পর্যন্ত অস্বস্তির ভোটে পরিণত হয়ে আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিমত স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা নাগাদ রিবতিহীন ভোট গ্রহণ শেষে ভোট গণনাকে কেন্দ্র করেই শুরু হয় বিপত্তি। দিনমান অসহনীয় গরমের মধ্যেও ভোটাররা নির্বিঘ্নে ভোটদান করলেও সন্ধ্যার পরেই বদলে যায় ভোটকেন্দ্রের মেজাজ।

বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই ইউপির কাশিয়ারচর ভোটকেন্দ্রে স্থানীয় ৩ ইউপি সদস্য অবরুদ্ধ করে রাখেন প্রিজাইডিং অফিসার শহীদুজ্জামান ফকিরসহ অন্যদের। শহীদুজ্জামান ফকিরের অভিযোগের পর পুলিশ মুহূর্মুহূ ফাঁকা গুলি ছোড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা চলছে।

অচিন্তপুর ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের ঘনিষ্ঠ ও স্থানীয় উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আজাদ অভিযোগ করে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বিলম্ব হচ্ছে। বিভিন্ন ইউপিতে ভোট ঘোষণা করা হলেও এখানকার ৩ কেন্দ্রে ক্ষমতার প্রভাবে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ফলাফল পরিবর্তন করার চেষ্টা করছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, একটি ভোটকেন্দ্রে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। আর বিভিন্ন ভোটকেন্দ্রেও গণ্ডগোল হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা আক্তার বাংলানিউজকে জানান, কয়েকটি ভোটকেন্দ্রে ঝামেলা তৈরি হয়েছে। বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম পাঠানো হয়েছে।

এসব বিষয়ে ময়মনসিংহের জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘন্টা, মার্চ ৩১, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।