ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরীপুর ও তারাকান্দায় আ’লীগ ১০, বিএনপি ১, অন্যান্য ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
গৌরীপুর ও তারাকান্দায় আ’লীগ ১০, বিএনপি ১, অন্যান্য ৯

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১০টিতে আওয়ামী লীগ, ৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টায় এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

গৌরীপুরের ১০ ইউনিয়নে বিজয়ীরা হলেন- গৌরীপুর ইউনিয়নে আনোয়ার হোসেন (বিদ্রোহী আ, লীগ), অচিন্তপুর ইউনিয়নে শহিদুল ইসলাম অন্তর (আ. লীগ), মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন (বিদ্রোহী আ. লীগ), মইলাকান্দা ইউনিয়নে রিয়াদুজ্জামান রিয়াদ (বিএনপি), সহনাটি ইউনিয়নে আব্দুল মান্নান (আ. লীগ), বোকাইনগর ইউনিয়নে হাবিবুল্লাহ (আ. লীগ), রামগোপাল ইউনিয়নে আবদুল্লাহ আল আমিন জনি (আ. লীগ বিদ্রোহী), ডৌহাখলা ইউনয়নে শহিদুল হক সরকার (আ. লীগ), ভাংনামারি ইউনিয়নে মফিজুর নুন খোকা (আ. লীগ বিদ্রোহী) এবং সিধলা ইউনিয়নে জয়নাল আবেদিন (আ. লীগ)।

এদিকে, তারাকান্দার ১০ ইউনিয়নে বিজয়ীরা হলেন- সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ডা. আব্দুল জব্বার, বালিখা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী দুদু মিয়া, ঢাকুয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মেজবাহ উদ্দিন, বালিহালা ইউনিয়নে আওয়ামী লীগের আসমত আলী, কাকনি ইউনিয়নে আওয়ামী লীগের মশিউর রহমান রিপন, গালাগাও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউল হক, কামারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের মদন চন্দ্র সিংহ, বিশকা ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুস সালাম ও কামারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ওবায়দুল হক রুনু।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।