ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপিসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ৪, ২০১৬
পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপিসহ গ্রেফতার ২

পিরোজপুর: পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকসহ (জিএস) দুই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করার মামলায় সাবেক সহ সভাপতি (ভিপি) মাসুদ আহম্মেদ রানাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মে) দুপুরে পৌর শহরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদউজ্জামন বাংলানিউজকে বলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সাব্বির আহম্মেদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ আহম্মেদ ও সন্দেহভাজন আসামি সুমন মাতুব্বরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের জিএস সাব্বির আহম্মেদ ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল হকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ২২ এপ্রিল সাব্বির আহম্মেদ বাদী হয়ে শহরের সিআইপাড়ার বাসিন্দা আবু সাঈদকে প্রধান আসামিসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।