ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বালিয়াডাঙ্গীতে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ৪, ২০১৬
বালিয়াডাঙ্গীতে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিরহাটে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী প্রচারণা সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান এ আদেশ জারি করে।

বুধবার রাত ১২টা পর্যন্ত ওই স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ধনিরহাটে ওই ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহাবুব বিকেল ৪টায় নির্বাচনী প্রচারণা সভা আহবান করেন। ওই প্রচারণা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সহ-সভাপতি পৌর মেয়র মির্জা ফয়সল আমিনের উপস্থিত থাকার কথা ছিল।

একই সময়ে একই স্থানে সভা আহ্বান করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের ভাতিজা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আকরাম আলী।

এ কারণে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।