ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্রলীগ করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৬
‘রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্রলীগ করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ছাত্র রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্রলীগ করতে হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

 

বুধবার (৪ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের (২০১৬) নবীনবরণ উপলক্ষে ’গাহি সাম্যের গান’ মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোহাগ বলেন, ছাত্রলীগ হলো রাজনীতির শিক্ষক। ছাত্রলীগ করতে হলে অবশ্যই মেধাবী ছাত্র হতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। ছাত্রলীগের ইতিহাস ও ছাত্রলীগের ভবিষ্যৎ জনতে হবে।

তিনি বলেন, যেখানে বাংলাদেশ ছাত্রলীগ নেই, সেখানে উন্নয়নের ধারা থাকতে পারে না। যেখানে বঙ্গবন্ধুর আদর্শ নেই, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। ছাত্রলীগ এবং জাতির পিতা একে অপরের পরিপূরক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু, সহ-সভাপতি শোয়েবুল ইসলাম, নিশিতা ইকবাল নদী, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম পিয়াস, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, উপ-সম্পাদক সুস্ময় দে, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম প্রিন্স, সহ-সম্পাদক মাহফুজ ইবনে রহমান বিপু, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুশি চৌধুরীসহ প্রায় দু’ডজন কেন্দ্রীয় নেতা।

এস এম জাকির হোসাইন বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্য‍ৎ। তরুণদের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।