ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আল্টিমেটাম আ’লীগ প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আল্টিমেটাম আ’লীগ প্রার্থীর

জামালপুর: পুলিশের হাতে আটক আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে ১২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী হাসান জোবায়ের হিটলার।

বুধবার (০৪ মে) বিকেলে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

হাসান জুবায়ের হিটলার তার লিখিত বক্তব্যে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের উপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করছে।

এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করাসহ থানা পুলিশের সহায়তায় মিথ্যা মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার করিয়ে হয়রানি করছে।
 
তিনি আরও বলেন, অন্যায়ভাবে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীদের ১২ ঘণ্টার মধ্যে বিনা শর্তে মুক্তি দিতে হবে। অন্যথায় নির্বাচন থেকে সরে দাঁড়াবো।

এছাড়াও নৌকা প্রতীক পোড়ানোর মামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল ও তার ভগ্নিপতি মাহাবুবুল হক চিশতিকে গ্রেফতারের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।