ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ৫, ২০১৬
গাইবান্ধায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

গাইবান্ধা: গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৪ মে) দিনগত রাত দশটা থেকে বৃহস্পতিবার (০৫ মে) সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই জামায়াত কর্মী হলেন- সুন্দরগঞ্জ উপজেলার মধ্যবেলকা গ্রামের ধফির উদ্দিনের ছেলে শাহজাহান ও একই গ্রামের আব্বাসের ছেলে নাজমুল ইসলাম।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, তারা জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

এছাড়া গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর তবিবর রহমান বাংলানিউজকে জানান, জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মে ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।