ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা পৌরসভার মেয়র চিশতি সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ৫, ২০১৬
সাতক্ষীরা পৌরসভার মেয়র চিশতি সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) মেয়র নিজেই বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মেয়র তাজকিন আহমেদ চিশতি বাংলানিউজকে জানান, তাকে সাময়িকভাবে বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ তিনি হাতে পেয়েছেন।

তার বিরুদ্ধে ২০১৩ সালের গাড়ি পোড়ানো মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করায় নিয়মানুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।