ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

হরিণাকুন্ডুতে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ৫, ২০১৬
হরিণাকুন্ডুতে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু ফলসী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মে) সকালে ইউনিয়নের বড়ফলসী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত সবাইকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্থানীয় টিটো মণ্ডল (৩৫), আহসান আলী (৪৮), গমির আলী (২৫), ভুট্টো (৩৫), আব্দুর রাজ্জাক (৪০), আশিক হোসেন (২৫), ইছাহক আলী (৪০), জামিল হোসেন (৪৫) ও মোলার উদ্দিনের (২৭) নাম জানা গেছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বাংলানিউজকে জানান, ফলসী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ফজলুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ ঢাল-সড়কি, লাঠিসোটা, রাম দা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নারীসহ দুই পক্ষের ৩০ জন আহত হন।

এদিকে, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।