ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে শপথ গ্রহণ করলেন ৩০ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ৫, ২০১৬

পিরোজপুর: প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পিরোজপুর জেলার নবনির্বাচিত ৩০ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ জেলার নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও পিরোজপুর সদর উপজেলার ৩০ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক ঈদতাজুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মাহমুদ হোসেন, সিনিয়র আইনজীবী এম এ মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এটিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।