ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা মহম্মদপুরে স্বতন্ত্র প্রার্থীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ৫, ২০১৬

মাগুরা:

বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী রবিউল বাংলানিউজকে জানান, ০৭ মে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন নিজ মোটরসাইকেল ব্যবহারের জন্য অনুমোদন করতে তিনি মহম্মদপুর উপজেলা সদরে যান।

দুপুরে তিনি উপজেলা পরিষদের সামনে দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ৯/১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানের ভেতরে এসে তাকে কুপিয়ে জখম করে।  

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী গোলজার হোসেনের লোকজন তাকে কুপিয়ে জখম করেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

এছাড়াও এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এটিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।