ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নিজামীর ফাঁসির রায় বহাল, গাইবান্ধায় আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৫, ২০১৬
নিজামীর ফাঁসির রায় বহাল, গাইবান্ধায় আনন্দ মিছিল

গাইবান্ধা: মানবতাবিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে আনন্দ মিছিল থেকে রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়।

জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে রেলগেটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় গাইবান্ধা জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আহম্মেদ রাজিব, ছাত্রলীগ নেতা তাসের আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।