ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শেষ হলো দশম অধিবেশন, পাস ১৪ বিল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মে ৫, ২০১৬
শেষ হলো দশম অধিবেশন, পাস ১৪ বিল

সংসদ গ্যালারি থেকে: দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপ্তি হলো বৃহস্পতিবার (০৫ মে)। এরমধ্য দিয়ে চলতি বছরের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘটলো।

এরপরে জুন মাসের প্রথম দিকেই রয়েছে বাজেট অধিবেশন।

দশম অধিবেশন শুরু হয় গত ২৪ এপ্রিল রোববার। শেষ হলো বৃহস্পতিবার-০৫ মে। এই অধিবেশনে মোট ৯ কার্য দিবসে ১৪টি বিল পাস হয়েছে। এরমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা বৃদ্ধির বিল পাস হয়।

দশম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। এসব নোটিশগুলো থেকে ১২টি নোটিশ সংসদ গ্রহণ করে এবং গৃহীত নোটিশের মধ্যে একটি সংসদে আলোচিত হয়। কার্যপ্রণালী বিধির ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৬১টি।

দশম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪টি প্রশ্নের উত্তর দেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১ হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ২৯২টির জবাব দিয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মে) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রিপতির আদেশ পাঠ করে শোনান।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এসকে/এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।