ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে ৩ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ৬, ২০১৬
রংপুরে ৩ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৯

রংপুর: রংপুরের নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় ৩ জামায়াত কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ মে) ভোররাতে রংপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


 
গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার পুর্বদেবু গ্রামের মৃত্য রেনু মিয়ার ছেলে জামায়াত কর্মী মহর আলী (৪৫) ঘগয়া গ্রামের মনছুর আলী ছেলে মাসুদ রানা (৩৫), পশ্চিম বব্রয়া গ্রামের এমদাদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩২)।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলায় জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) দিবাগত রাত থেকে শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ৩ কর্মীসহ বিভিন্ন মামলার ৩৯ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো বলেন, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি)বি-সার্কেল মো.সাইফুর রহমান বাংলানিউজকে বলেন-  রংপুর জেলার ৮ থানায় অভিযান চালিয়ে জামায়াতে ৩ কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এনএইচএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।