ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৬, ২০১৬
বগুড়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম উপজেলায় শনিবার (৭ মে) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতির কাজ শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। সে অনুযায়ী দুই উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ মে) বেলা ১০টার থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যালট ও বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আনোয়ার ইমাম বাংলানিউজকে জানান, এ দুই উপজেলার মোট ১৫টি ইউনিয়নের ১৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এসব কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে বলে এই দুই কর্মকর্তা জানান।    

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ০৬, ২০১৬

এমবিএইচ/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।