ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ৬, ২০১৬
ঝিনাইদহে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেনকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৬ মে) বিকেলে ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, বিকেলে ৮নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন নির্বাচনী গণসংযোগ করছিলো। এসময় ৪/৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পেছন থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এটিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।