ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহের ১৮ ইউপিতে ভোটের প্রস্তুতি সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ৬, ২০১৬
ময়মনসিংহের ১৮ ইউপিতে ভোটের প্রস্তুতি সম্পন্ন

ময়মনসিংহ: ময়মনসিংহের ১৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) শনিবার (০৭ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ফুলবাড়িয়া ও সদর উপজেলার এসব ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা নাগাদ বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

এদিকে, ভোটকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ মে) বিকেল থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জামাদি।

বিকেল থেকেই ছোট-ছোট পিকআপে চড়ে আনসার ও পুলিশ সদস্যরা ভোটকেন্দ্রে অবস্থান নিয়েছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে মোট ভোট কেন্দ্র ১২৩টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৫৬টি ও সাধারণ ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭টি।

তিনি জানান, এখানে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৭৭২ জন।

এদিকে, প্রায় দেড়শ’ বছরের পুরনো ময়মনসিংহ পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার প্রক্রিয়া থাকায় সীমানা জটিলতায় ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মাত্র ৫টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

সদর উপজেলার অষ্টধর, কুষ্টিয়া, বোরোরচর, পরানগঞ্জ ও ঘাগড়া ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৫২টি। এখানে মোট ভোটার ১ লাখ ২১ হাজার ১৬১ জন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।