ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আলমডাঙ্গায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, মে ৬, ২০১৬
আলমডাঙ্গায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার, আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোটকেন্দ্রে বহিরাগত প্রবেশ করানোর অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবিএম মমিনুর রশীদকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় বহিরাগত মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (০৬ মে) রাত ১০টায় আলমডাঙ্গার হারদী ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যাহারকৃত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবিএম মমিনুর রশীদ উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে। আটককৃত মনিরুল ইসলাম শেখপাড়া গ্রামের মহিরউদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ বাংলানিউজকে জানান, হারদী ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার যোগসাজশে এক বহিরাগত কেন্দ্রের ভেতরে প্রবেশ করে বলে জানতে পারি। পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার ও বহিরাগতকে আটক করা হয়।

শনিবার (০৭ মে) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় হারদী ইউনিয়নসহ মোট সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, মে ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।