ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাটুরিয়ায় ৬৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, মে ৭, ২০১৬
সাটুরিয়ায় ৬৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

মানিকগঞ্জ: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মোট ৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

শুক্রবার (০৬ মে) সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে ওই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রগুলোকে অধিক গুরুত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

সাটুরিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মোট ভোটার ১ লাখ ২৯ হাজার ১৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৩ হাজার ৭৬৮ এবং নারী ভোটারের সংখ্যা ৬৫ হাজার ৩৬৩ জন।

৮৬টি কেন্দ্রের মধ্যে স্থায়ী কেন্দ্র ৮১টি এবং অস্থায়ী কেন্দ্র সংখ্যা ৫টি। স্থায়ী কেন্দ্রগুলোর নির্বাচনী বুথ কক্ষের সংখ্যা ৩৪১টি এবং অস্থায়ী কেন্দ্রগুলোর বুথ কক্ষের সংখ্যা ৬টি।

উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪২ জন, সংরক্ষিত মহিলা পদের প্রার্থী ৯৬ জন এবং পুরুষ মেম্বার প্রার্থী রয়েছেন ২৬৪ জন।

বাংলদেশ সময়: ০৩২০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এএনজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।