ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ৭, ২০১৬
বগুড়ায় ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া (শেরপুর) থেকে: চতুর্থধাপে অনুষ্ঠিত বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার মোট ১৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচনী কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

দুই উপজেলার প্রত্যেক ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ১৬টি দল টহল দিচ্ছে। সঙ্গে র‌্যাব-পুলিশ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভিজিলেন্স টিম নির্বাচনী এলাকায় কাজ করছে।

শনিবার (৭ মে) সকাল ৯টার দিকে নির্বাচনী এলাকার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

চতুর্থধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) এ দুই উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ৩ লাখ ৪৮ হাজার ৮৬৫ জন ভোটার ১৫৮টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এরমধ্যে শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের ১০২টি কেন্দ্রে ২ লাখ ২৫ হাজার ৬৫৩ জন ও নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে ১ লাখ ২৩ হাজার ২১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এই নির্বাচনে শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৫০৭ জন প্রার্থী লড়ছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ৪১ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৫৯ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ১০৭ জন। আর নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ২৮ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ১৭৩ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ৭২ জন।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বাংলানিউজকে জানান, দুই উপজেলার ১৫টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও থেকে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার পাওয়া যায়নি।
 
 আর ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই মনিটরিং টিম, ভিজিলেন্স টিম ও আইন-শৃঙ্খলা রক্ষায় গঠিত সেল কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন জেলার এই নির্বাচন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এমবিএইচ/পিসি
 
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।