ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে ১৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ৭, ২০১৬
ফরিদপুরে ১৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ফরিদপুরের তিনটি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আদর্শ মডেলস্কুলসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা। এই কেন্দ্রটিতে শত শত নারী-পুরুষ ভোট দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ফরিদপুরে ১৬টি ইউপিতে মোট ১৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মোট ২ লাখ ১৮ হাজার ৩১৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ৪টি, সদরপুরে ৮টি এবং চরভদ্রাসনে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।

সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরকেবি/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।