ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কবিগুরু অবিচার-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রেরণা যোগান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ৭, ২০১৬
কবিগুরু অবিচার-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রেরণা যোগান

ঢাকা: বিশ্ববরেণ্য কবি, গীতিকার, কথাশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীতে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (০৭ মে) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এ বাণীতে তিনি বলেন, কবিগুরু অবিচার-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে আমাদের অনুপ্রেরণা যোগান।

বাঙালির জাতীয় জীবনের সবক্ষেত্রে তার সুগভীর প্রভাব বিদ্যমান। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পাওয়ার বিরল সম্মান অর্জনকারী রবীন্দ্রনাথ তার উপন্যাস, কবিতা ও গানে গভীর জীবনবোধ, প্রকৃতির সঙ্গে সংলগ্নতা গড়ে তোলেন।

খালেদা জিয়া বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার অনাবিল সৃষ্টিতে একদিকে যেমন স্বজাতির মূঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি জাতীয় জীবনের সব অচলায়তন ভেঙে বিশ্বের অতি অগ্রসর জাতিসমূহের কীর্তিময় অর্জনগুলোকে গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন।

‘মানব প্রেম, প্রকৃতি প্রেম ও দেশপ্রেম তার লেখনির প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। আজও আমরা সবাই তার লেখনি দ্বারা উদ্বুদ্ধ হই এবং একই সঙ্গে তা সমাজের অনাচার, অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে আমাদের অনুপ্রেরণা যোগায়’।

আমি বিশ্বকবির জন্মবার্ষিকীতে সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।

এদিকে অপর এক বার্তায় বাণী দিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।