ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ফেনীতে ৩ প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ৭, ২০১৬
ফেনীতে ৩ প্রার্থীর নির্বাচন বর্জন ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

ফেনী: ফেনী সদর উপজেলার লেমুয়া ও ধলিয়া  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও  জাল ভোট দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির এক ও ইসলামী আন্দোলনের দুই চেয়ারম্যান প্রার্থী।

তিন প্রার্থী হলেন, ধলিয়া ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইসমাইল এবং লেমুয়া ইউপির একই দলের প্রার্থী একরামুল হক ভূঞা ও বিএনপির প্রার্থী জাকের হোসেন জসিম।


 
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা নির্বাচন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার সিরাজী বাংলানিউজকে জানান, ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ভোটারদের ভোটকেন্দ্রে বাধা দেওয়ায় তারা নির্বাচন বর্জন করেছেন।

বিষয়টি নির্বাচন কমিশন ও গণমাধ্যমে অবহিত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ধলিয়া ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন জসিম নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ভোট বর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।