ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
লক্ষ্মীপুরে ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মানছুরা বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের পশ্চিম কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার (৭ মে) দুপুরে ওই দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসেন জানান, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের ছয় পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। একই কারণে দুপুর থেকে এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

অপরদিকে, টুমচর ইউনিয়নের কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন বলেন, দুপুরে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারতে শুরু করে। এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।