ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘এরশাদ ও রওশনের মিল করে দিয়েছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ৭, ২০১৬
‘এরশাদ ও রওশনের মিল করে দিয়েছি’ ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

সাতক্ষীরা: রংপুরে এরশাদ ও রওশন এরশাদের মিল করে দিয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

শনিবার (০৭ মে) দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ওয়ান-ইলেভেনে আমাদের নেতাকর্মীরা ব্যাপক অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। ক্ষমতার বাইরে থাকলে হামলা-মামলার শিকার হতে হতো, যে শক্তি আমাদের নেই।  

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান স ম সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রউফ, মাতুলব হোসেন লিয়ন, জেলার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।

পরে শুনীল শুভ রায় জেলা জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতেও আগের সভাপতি ও সাধারণ সম্পাদক  শেখ আজহার হোসেন ও আশরাফুজ্জামান আশুকে একই পদে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।