ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আশুলিয়ায় জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

আশুলিয়া: সারাদেশে চলা সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে আশুলিয়ার বিভিন্ন  এলাকা থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শনিবার (১১ জুন)  দিবাগত রাত থেকে রোববার (১২ জুন) ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী কাশেম আলীর ছেলে সামাদ কাজী (৩৫), একই এলাকার হাশেম আলীর ছেলে আমির হামজা (৩২), চিত্রশাইল ধনিয়া এলাকার আব্দুল হান্নান ও হাজী মিরাজুল ইসলামের ছেলে মোস্তফা (২৮) এবং শহিদুল ইসালাম (৫০) এবং আশুলিয়ার ইয়ারপুর এলাকার মাদবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

আটকরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানায়, সারা দেশে হঠাৎ গুপ্তহত্যা বেড়ে যাওয়ায় পুলিশ মহাপরিদর্শকের সিদ্ধান্ত অনুযায়ী জঙ্গি দমনে সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই সূত্র ধরে অভিযানের তৃতীয় দিনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬/আপডেট ১৪০৫ ঘণ্টা
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।