ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ১২, ২০১৬
মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাত উপজেলা থেকে বিএনপি জামায়াতের ৭ নেতাকর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।

শনিবার( ১১ জুন) রাত থেকে রোববার(১২ জুন) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই এলাকার মৃত তফিল উদ্দিনের ছেলে জেলা জামায়াতের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ও বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ এলাকার আমির মাওলানা নুরুল ইসলাম (৪৫), সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার মৃত মোজ্জামেল হোসেনের ছেলে বিএনপি কর্মী ফরিদ হোসেন (৩৯), সাটুরিয়া উপজেলার রাইল্যা এলাকার নাছির হোসেনের ছেলে জামায়াত শিবির সমর্থক বিল্লাল হোসেন, শিবালয়ের কাতরাসিন এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে জামায়াতের সহযোগী সদস্য আব্দুল মান্নান খান, ঘিওর উপজেলার মালুচী এলাকার চাঁন মিয়ার ছেলে উপজেলা জামায়াতের রোকন জয়নাল চিশতী (৪০), হরিরাপুরের বাসুদেবপুর উপজেলার মৃত সাহেব আলীর ছেলে জামায়াতের সদস্য সফিকুল ইসলাম (৪৫), দৌলতপুর থানার গালা এলাকার মৃত গাজী মিয়ার ছেলে জামায়াত সদস্য তারা মিয়া (৩৫)।

জেলা পুলিশ সুপারের কার্য্যলয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে আটকদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করা হয় প্রেসবিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।