ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে গুলিবিদ্ধ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জয়পুরহাটে গুলিবিদ্ধ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জয়পুরহাট: দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে আহত জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) সকালে ঢাকার পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউপি চেয়ারম্যান একই ইউনিয়নের কোচকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ৪ জুন রাত ১১টার দিকে সদরের দূর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে। এসময় তার চিৎকারে উদ্ধার করতে আসা নয়ন নামে স্থানীয় এক যুবককেও গুলি করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে আজাদকে পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।   রোববার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।