ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘আ’লীগকে সরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৬
‘আ’লীগকে সরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে’ ছবি: সুমন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য একটি রাজনৈতিক দল বিদেশি ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। এতে বলা চলে, আওয়ামী লীগ ষড়যন্ত্রের আগ্নেয়গিরির মধ্যে অবস্থান করছে।

রোববার (১২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু বার্তা’র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী বলেন, দুঃখ লাগে, বিএনপির মতো একটি দল, যারা দু’বার ক্ষমতায় থেকেছে, আজ ক্ষমতার লোভে রাজনৈতিক পরিচয় হারিয়ে সন্ত্রাসী-জঙ্গিদলে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংস করতে ষড়যন্ত্রের যে নীলনকশা তৈরি করছে, তা প্রতিহত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অ্যাডভোকেট কামরুল বলেন, বর্তমানে রাজনীতিতে দু:সময় চলছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করতে দেশকে জঙ্গিবাদের তকমা লাগানো হচ্ছে। টার্গেট হত্যাকাণ্ড চলছে। আমি বলতে চাই, অতীতে বঙ্গবন্ধুর দু:সময়ে যেমন নেতাকর্মীরা তার পাশে ছিলেন, তেমনি শেখ হাসিনার পাশেও নেতাকর্মীরা থাকবেন।

বঙ্গবন্ধু বার্তা’র সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, জুন ১২, ২০১৬
এমসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।