ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীর হিজবুত তাহরীর নেতা ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ১২, ২০১৬
নোয়াখালীর হিজবুত তাহরীর নেতা ঢাকায় গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর তালিকাভুক্ত শীর্ষ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এক নেতা ডা. জাকারিয়া হাবীবকে (৩৫) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (১২ জুন) দুপুর ১টার দিকে ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জাকারিয়া হাবীব সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তুলাতলি গ্রামের মৃত হাবীবুর রহমানের ছেলে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জঙ্গি কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে নোয়াখালী ও ঢাকার বনানী থানায় মামলা রয়েছে বলেও জানায় ওসি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।