ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ৫ জেএমবি সদস্যসহ গ্রেফতার ৮৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
বগুড়ায় ৫ জেএমবি সদস্যসহ গ্রেফতার ৮৬

বগুড়া: বগুড়ায় বিশেষ অভিযানে পাঁচ জেএমবি ও আট জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার (১১ জুন) মধ্যরাত থেকে রোববার (১২ জুন) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


 
রোববার দুপুর ৩টার দিকে জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, সদর উপজেলায় ২০ জন, শিবগঞ্জে ৭ জন, সোনাতলায় ৩ জন, গাবতলীতে ৬ জন, সারিয়াকান্দিতে ৪ জন, ধুনটে ৪ জন, শেরপুরে ৭ জন, নন্দীগ্রামে ৭ জন, আদমদীঘিতে ৫ জন, দুপচাঁচিয়ায় ৯ জন, কাহালুতে ৭ জন ও শাজাহানপুর উপজেলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের মধ্যে সাইদুল (৩৮), মোসাদ্দের ওরফে মিজু ওরফে জিপু (২৮), আকরামুল হক (২৮), গোলাম মোস্তফা জুমুর (২৯) ও রফিকুল ওরফে পলাশ (২৬) জেএমবির সদস্য।

গ্রেফতারদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমবিএইচ/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।