ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জামায়াতের রোকন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
মেহেরপুরে জামায়াতের রোকন আটক

মেহেরপুর: মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি গ্রামে সরকার বিরোধী লিফলেটসহ আলমগীর কবির ওরফে তানসিন (৬০) নামে জামায়াতের এক রোকনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে আমঝুপি এলাকায় নিজ কাপড়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে আটক করে। এসময় তার কাছ থেকে পাঁচ শতাধিক সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়।
 
তিনি আরও জানান, লিফলেটগুলোতে বিভিন্ন সময় জামায়াতের শীর্ষ নেতাসহ নিজামীর ফাঁসি হয়নি। তাকে অন্যায় ভাবে সরকার হত্যা করেছে। এছাড়াও সরকার বিরোধী বিভিন্ন উসকানীমূলক বক্তব্য লেখা রয়েছে।

আটক আলমগীর কবির লিফলেটগুলো রাতের আধারে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতেন বলে স্বীকার করেছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।